আজ আপনাদের জন্য নিয়ে এলাম র্যাম কে অপ্টিমাইজ করে কম্পিউটারের গতিকে ধরে রাখাবার জন্য বিশেষ এক সফটওয়্যার, RAM Saver Professional v12.3 Final যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের গতিকে বাড়িয়ে নিতে পারেন নিমিষেই। এই জন্য আপনাকে যা করতে হবে প্রথমে Software টি ডাউনলোড করে নিন RAM Saver Professional v12.3 Final কে মাত্র ১.৫৬ মেগাবাইট, তারপর ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকনে RAM Saver Professional এ ক্লিক করে ওপেন করুন ও সিরিয়াল কি ফাইল থেকে সিরিয়াল নাম্বার কপি করে বসিয়ে দিন রেজিস্ট্রেশনের জন্য ডেস্কটপ আইকনে RAM Saver Professional এ ক্লিক করে ও Registration Entries এই সিস্টেম ফাইলে ডাবল ক্লিক করুন, ব্যাস সফটওয়্যার ইন্সটল পর্ব শেষ এবং RAM Saver Professional v12.3 Final ফুল ভার্সন হয়ে যাবে। এবার দেখুন RAM Saver Professional v12.3 Final দিয়ে কিভাবে কাজ করবেন, প্রথমে ডেস্কটপ আইকন RAM Saver Control Panel তে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত আসবে————-
এখানে Optimize এ ক্লিক করুন তারপর Done এ ক্লিক করুন, দেখুন কম্পিউটারের গতি কিছু হলেও বেড়ে গেছে। এবার ক্রমান্বয়ে দেখে নিন এর ফিচার গুলি———–
১. Monitoring
২. Optimizer
৩. Benchmark
৪. Proceeses
৫. Shortcurts
৬. Options
৭. Advanced
৮. System Info
৯. About
এছাড়াও টাস্কবার আইকন এ রাইট বাটন এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন——
এখানে থেকেও আপনি বিভিন্ন অপশন পাবেন যেমন——— সাট ডাউন, ডেস্কটপ আইকন লুকানো, রিসাইকেল বিন পরিস্কার সহ অনেক অপশন। তাই এই সফট টি আপনাদের প্রয়োজন মেটাবে অনেক কিছুর, সেই কারনে শেয়ার করলাম। তাহলে উপভোগ করুন RAM Saver Professional v12.3 Final এবং ভাল ও সুস্থ্য থাকুন।